Friday, June 27, 2014

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুরের কুসুমপুর ও শ্যামকুড় এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি। আজ ভোরে এ মালামাল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটেলিয়ানের পরিচালক লে. কর্ণেল এসএম মনিরুজ্জামান জানান, আজ ভোরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুসুমপুর ও শ্যামকুড় এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় পাচাতলা ও খোশালপুর মাঠ থেকে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৬৪৯০ পিস ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের ইমিটেশনের গহনা। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। তবে এসব ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।

No comments:

Post a Comment